প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে রাস্তার ধারের সরকারি জায়গার নয়নজলি উপর কালভার্ট না করে অবৈধ ভাবে বালি দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ পাওয়া গেছে। ফলে জলাবদ্ধতায় পড়ে ডুবে যাচ্ছে নাইস গার্ডেন ও তার পার্শ্বের রাইফেলস ক্লাবের জায়গা। এঘটনায় প্রতিকার চেয়ে গত রোববার নাইস গার্ডেনের ম্যানেজার মতিউর রহমান বাদি হয়ে গাগরন্দ চকপাড়া গ্রামের মৃত আনসার আলীর পুত্র মিজানুর রহমান ও তার ভাই রবিউল ইসলামের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি রাজশাহী জেলা প্রশাসক, তানোর সহকারী কমিশনার ভুমি ও তানোর থানায় প্রদান করা হয়েছে। অভিযোগ, প্রত্যক্ষদর্শি ও সরেজমিন গিয়ে দেখা গেছে, গত রোববার থেকে হঠাৎ করে মিজানুর ও তার ভাই রবিউল তানোর রাজশাহী সড়কের হাড়দোহ বিল নামক স্থানে সরকারি জায়গার নয়নজলি দখল করে বালি দিয়ে ভরাট করা শুরু করেছেন। কিন্তু নয়লজলির উপর কোন কালভাট নির্মাণ করেননি। ফলে বর্ষাকালে পানি বের হতে পারবে না। ফলে জলাবদ্ধতায় নাইস গার্ডেন পানিতে ডুবে যাবার আশঙ্কা রয়েছে। এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, নয়নজলির পার্শ্বের জলাশয় আমাদের। সেটি ভরাটের জন্য সহকারী কমিশনার ভুমির মৌখিক অনুমতি নিয়ে বালি দিয়ে ভরাট কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, পানি বের হওয়ার জন্য নয়নজলির উপর পাইপ দিবো জানিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। এবিষয়ে যোগাযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই নজরুল ইসলাম বলেন, অভিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ভরাট কাজ বন্ধ করা হয়েছে। তানোর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি বলেন, কাউকে জলাশয় ভরাটের অনুমতি দেয়া হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন