প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ঢাকার আগারগাঁওয়ে নারীর ক্ষমতায়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নিজস্ব প্রতিবেদন: ঢাকার আগারগাঁওয়ে নারীর ক্ষমতায়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা   ঢাকার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে  উদয়ন স্বাবলম্বী সংস্থার বাস্তবায়নে ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে নারীর ক্ষমতায়ন প্রকল্পের জাতীয় পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায়  সভাপতিত্ব করেন, শাহাদত হোসেন মন্ডল,নির্বাহী পরিচালক, উদয়ন স্বাবলম্বী সংস্থা। তিনি জানান, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় উদয়ন স্বাবলম্বী সংস্থা দীর্ঘদিন যাবত শিক্ষা,নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান,মহাপরিচালক,এনজিও বিষয়ক ব্যুরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, পরিচালক,এনজিও বিষয়ক ব্যুরো,মঈনুল ইসলাম,পরিচালক,এনজিও বিষয়ক ব্যুরো,আইয়ুব খান,ডেপুটি ডিরেক্টর,সমাজসেবা অধিদপ্তর,শামসুল হুদা,নির্বাহী পরিচালক, এএলআরডি, রঞ্জন কুমার,নির্বাহী পরিচালক, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট, সাইদ আহমেদ, সিইও, আইআইডি,শাহজাহান আলী,সহকারী পরিচালক,সমাজসেবা অধিদপ্তর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালক, এনজিও প্রতিনিধি এবং উক্ত প্রকল্পের সদস্য ও নারী নেত্রীগণ। উক্ত কর্মশালায় এই প্রকল্পের বিভিন্ন কাজ যেমন প্রান্তিক নারীদের নিয়ে স্বনির্ভর দল গঠন,তাদের নিয়ে কমিউনিটি বেইজড অর্গানাইজেশন তৈরী,গণকেন্দ্র নির্বাচনের মাধ্যমে ৩টি ইউনিয়ন ফেডারেশন গঠন,স্থানীয় পর্যায়ে পলিসি ডায়লগ,বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে ক্যাম্পেইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন