প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পাইকগাছায় লস্কর ইউপি-র পুনরায় জাহাঙ্গীর-দিলীপ-মর্জিনা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

বি.সরকার,খুলনা জেলা প্রতিনিধি: 

পাইকগাছায় লস্কর ইউপি’তে পুনরায় ৩ প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যরা সর্বসম্মতিক্রমে ১নং প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সানা, ২নং প্যানেল চেয়ারম্যান দিলীপ কুমার মন্ডল ও ৩নং প্যানেল চেয়ারম্যান মর্জিনা বেগম দের-কে নির্বাচিত করেন। পুর্বের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান গঠন নিয়ে বিতর্ক দেখা দিলে পুনরায় প্যানেল চেয়ারম্যান করতে অধিকাংশ ইউপি সদস্যরা ডিসি-ইউএন’র কাছে অভিযোগ করেন। কে-কে হবে প্যানেল চেয়ারম্যান এ নিয়ে বেশ কিছু দিন ধরে ইউপি সদস্যদের মধ্যে টানাপড়েন চলছিল। এ বিষয়ে লস্কর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফারুক হোসেন সরদার জানান, সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সকালে ইউপি সদস্যরা আলোচনার ভিত্তিতে পুনরায় ৩ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন।প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোফাজ্জল হোসেন, অরুনা বেগম, অঞ্জলী রাণী ঢালী, টি এম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা ও অরবিন্দু কুমার মন্ডল।
উল্লেখ্য প্রথমবার প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছিল ২০২২ সালের ২৮ আগস্ট।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন