প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট থানার অভিযানে তিস্তা টোলঘর এর সামনে ২ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার

চয়ন কুমার রায় ,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক ও লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর আসামী ১. মোঃ ফারুকুল ইসলাম @ ফারুক(৩৯), পিতা: মোঃ ইদ্রিস আলী, মাতা: মোছাঃ ফাতেমা বেগম, ঠিকানা: সাং-পূর্ব ধনীরাম ওয়ার্ড নং-০২ , থানা- ফুলবাড়ী, জেলা -কুড়িগ্রাম, ২. মোঃ খোরশেদ আলম(৪১), পিতা: মৃতঃ রজব আলী,মাতা: মোছাঃ রাবেয়া বেগম, সাং-চন্দ্রখানা চিনাবাড়ী, ওয়ার্ড নং-০৮ , থানা- ফুলবাড়ী, জেলা -কুড়িগ্রাম দ্বয়কে ২ কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেল সহ হাতে নাতে গ্রেফতার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে। আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন