
মোঃ ইউসুফ আলী (দিনাজপুর ) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষায় সকল বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের বদলীর সুযোগ সহ বে-সরকারি শিক্ষা জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর ইউএনও মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। ২৪ সেপ্টেম্বর ২০২৪ (মঙ্গলবার ) মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়জেনে অনুষ্ঠিত এই মানব বন্ধনে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসা জাতীয় করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধরাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে শিক্ষক কর্মকর্তাগন মানববন্ধন পালন করেন। মানববন্ধনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় সকল স্কুল ও মাদ্রাসার প্রধান সহ শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। এ সময় তারা বিভিন্ন দাবী সম্বলিত নানারকম প্লেকার্ড প্রদর্শন করেন। মানববন্ধন শেষে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর নিকট হস্তান্তর করেন।