প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

 মোঃ সোলায়মান শেখ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাংগাইল (পিটিআই) প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে শুরু করে কুমুদিনী কলেজ পর্যন্ত যাত্রা শুরু ও শেষ করেন,, টাংগাইল জেলার ১২টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গন,, পিটিআইতে অবস্থিত প্রশিক্ষণার্থী দারা পরিচালিত এসময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশে শিক্ষকদের সম্মান ও বেতন কাঠামো অনেক বেশি। শুধু তাই নয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তা অনেক। বাংলাদেশের শিক্ষকরা শুধু বছরের পর বছর শোষিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা মাত্র ১১৭ ডলারের মতো বেতন পাই। যা দিয়ে বর্তমানে সম্মান নিয়ে জীবিকা নির্বাহ করা খুবই কঠিন। তারা আরও বলেন, দেশে পুলিশের উপসহকারী কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারাও ১০ম গ্রেড পান। বৈষম্য শুধু প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে। বক্তারা অবিলম্বে প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্থানীয় ভূঞাপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম রেজা পলাশ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন