প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভাতের মূল্যে জীবন

✍️সাদিয়া সাদি

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

ভাত খাওয়ালি ক্যান রে মোরে ভাত খাওয়ালি ক্যান,
পেট ভরিয়ে মারবি যখন
যদি ছিলো প্লান।

এক মুঠো ভাত খাইয়ে
যদি জীবনটা নিবি কেঁড়ে,
ভাত মোরে নাহি দিতি
প্রাণটা দিতি ছেঁড়ে।

এতিম আমি সর্বহারা
একলা ছিলাম পোড়ে,
স্বনামধন্য বিদ্যাপীঠে ওপারে যাওয়ার সার্টিফিকেট গলায় দিলি পুড়ে।

শুনেছি আমি বিদ্যাচাষের বিদ্যালয়ে
চাষ হয় প্রকৃত-খাটি মানুষ,
তবে কি আমি ভুলছিলাম!
বাবা-মায়ের ছেলে হচ্ছে অমানুষ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন