প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুর নগরীর সাহেবগঞ্জ স্বেচ্ছাসেবক মূলক কাজের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল-আমিন ইসলাম বার্তা সম্পাদক: আজ রোজ শনিবার রংপুর সিটিকর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের আয়োজনে কুরআন শরীফ বিতরন, গাছের চারা বিতরন, বিনামূল্যে রক্তের গুপ নির্নয় স্বাস্থ্য ক্যাম্প শিক্ষা বৃওি অনুষ্ঠিত হয়।প্রধা অতিথি ছিলেন রংপুর সিটিকর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। সভাপতিত্ব করেন চিলমন ইসলামাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।উপস্হাপনায় পাঠাগারের সভাপতি মো শরিফুল ইসলাম। বিশেষ অতিথি মো রসিক ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম দেওয়ানী, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন এম আজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাহফিজুল আনাম সুজন রংপুর আর্মি মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ,ডা মোঃ আবি জাফর আল মুরাদ।আরো উপস্হিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা মোঃ আব্দুল আজিজ, শিক্ষক আব্দুল মতিন, হারাগাছ সামাজিক উন্নমন সংস্থার সাধারন সম্পাদক মন্জুদার রহমান, ব্যাংকার অহিদুল ইসলাম,পাঠাগারের সহ সভাপতি মনি কাওছার কুঠিয়াল , নুর মোহাম্মদ, সাধারন সম্পাদক মামনু উর রশিদ, সহ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন,দপ্তর আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আরিফুল,যুগ্ম মহিলা সম্পাদিকা মুশফিকা, সদস্য, শিক্ষা সম্পাদক রমজান আলী মিলন, ফারক মিয়া,স্বাস্থ্য সম্পাদক,সমাজ কল্যাণ সম্পাদক হামিম, দেলোয়ার, সদস্য,, আব্দুর রহমান,কবির হোসেন, পারভেজ হোসেন এলাকার সুধীজন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন