প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শরণখোলায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই কে ভূমি উচ্ছেদের অভিযোগ

মামুন হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধি: শরণখোলা উপজেলা ৪ নং সাউথখালী ইউনিয়নের সোনাতলা ওয়ার্ডে মল্লিক বাড়ি এ ঘটনাটি ঘটেছে, মোশারফ মল্লিক পিতা মৃত আমির আলী মল্লিক এর বিরুদ্ধে তার সতাল বড় ভাই ফোরকান মল্লিক শরণখোলা উপজেলা সেনাবাহিনীর অভিযোগ বক্সে লিখিত একটি অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন আমার বাবা দুটি বিয়ে করেছেন আমি প্রথম সংসারে একমাত্র ছেলে আমার মায়ের জমিতে আমি ঘর তুলতে গেলে আমার ছোট ভাই মোশাররফ মল্লিকের কিছু লাঠিয়াল বাহিনী নিয়ে আমার উপরে আক্রমণ করেন। আমাকে ও আমরা মেয়ে সহ আমার পরিবারকে অনেক মারধোর করেন। এলাকাবাসী আমাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে শরণখোলা থানায় এফ আই আর একটি মামলা দায়ের করেছি কিন্তু বিভিন্ন সময়ে আমি সহ আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তার ভয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে ভারতে চলে যাই। কয়েক বছর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এলাকায় চলে আসি কিন্তু পূর্বের ন্যায় আবার ষড়যন্ত্র করে এবং আমার বসতবাড়ি দখল নেয়া শুরু করেন। এই বিষয়ে এলাকার অনেক মানুষ সাক্ষী আছে। ঘটনার বিষয়ে মোশাররফ মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বলেন ঐ জমি আমার, আমি জমি কিনেছি আমার জমিতে আমি গাছ লাগিছি আমার ভাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পূর্বে তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানতে চাইলে তিনি প্রথম বিষয়টা এড়িয়ে গেলে পারে শিকার করেন। তার নামে মাএ দুইটি মামলা চলমান রয়েছে। প্রতিবেশী মোঃ হাবিবুর রহমান পিতা মৃত আব্দুল মজিদ আকন তিনি বলেন ফোরকান মল্লিকে তার ভাই মোশাররফ মল্লিক অনেক অত্যাচার নির্যাতন করছে এবং এখনো করে যাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন