প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোঃ আরিদুল হাসান এর সন্ধান দাতাকে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে

মোঃ আরিদুল হাসান বয়স (১৩বছর) বাবা-মায়ের একমাত্র সন্তান। পিতা: মোঃ আনোয়ার শেখ, মাতা: আসমা বেগম। গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আনুমানিক সকাল ৯:০০ ঘটিকায় গ্ৰাম ঝলকশিমুলতলা খান্দারপাড়া ইউনিয়ন থানা মকসুদ পুর জেলা গোপালগঞ্জ ।এর শিমুলতলা এলাকা থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল হাফ হাতা স্কুল ড্রেস শাট, প্যন্ট। তার গায়ের বর্ণ শ্যামলা, চিকন উচ্চতা ৪ ফিট ২ইঞ্চি। তার পায়ে কাটা দাগ আছে আরিদুলের মা বলেন, আরিদুল শিমুলতলা বাজারের রাজিব এর দোকানে আসা যাওয়া করতো কিন্তু 5 সেপ্টেম্বর রাজিবের সাথে কথা কাটাকাটি হওয়ার পর আসমা বেগমকে হুমকি দেয় যে তোমার ছেলেকে বিকাল হইতে আর বাবা। পরে রাজিবের দোকান থেকে আরিদুলের ইস্কুলের ব্যাগ তার মা এসে দোকানে বাহির কর কিন্তু আরিদুলের কোন খোঁজ এখনো পাওয়া যায়নি। হারিয়ে যাবার পর অনেক খোঁজাখুঁজি করার পরেও কোন ধরনের সন্ধান পাওয়া যায়নি। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সাধারণ ডায়রি করেও তারা কোনো ধরনের ফলাফল এখনো দিতে পায়নি। আরিদুলের মা জানান,” আরিদুলের স্কুল ব্যাগ স্থানীয় রাজিবের ইলেকট্রনিকস দোকানে পাওয়া যায়। কিন্তু রাজিবের সাথে কথা বলে কোনো তথ্য পাওয়া যায়নি। “আরিদুলের বাবা-মা সন্দেহভাজন হিসেবে রাজিবকে চিহ্নিত করেছেন। তারা রাজিবের নামে মামলা দায়ের করবে বলেও জানায়। তারা বলেন, আরিদুলকে যে খুঁজে দিবে তাকে ১ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে। যোগাযোগ আসমা (আরিদুলের 01749981820

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন