প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইল পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

শুভ সাহা,সংবাদদাতা:
আসন্ন শ্রী শ্রী শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে,
টাঙ্গাইল জেলা পুজা উদযাপন পরিষদের বর্ধিত সভা যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২১শে সেপ্টেম্বর) দুপুর(১২ ঘটিকায়) টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ী প্রাঙ্গনে এ সভা যথাযথ মর্যাদায় সুসম্পন্ন হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করা যায় সে বিষয়ে নীতি নির্ধারনী বাস্তবায়ন কল্পে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট চিত্তরঞ্জন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু’র
পরিচালনায় জেলা ও উপজেলা পুজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন