
গোবিন্দগঞ্জ উপজেলা( গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়ার বাসিন্দা,অবসর প্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্র নাথ প্রমানিক শনিবার দিবাগত রাতে দুবৃর্ত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্র প্রমানিকের ছেলে সোনালী ব্যাংক কর্মকর্তা সুজন কুমার প্রমানিক জানিয়েছেন, তার বাবাকে দুবৃর্ত্তরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে। তার অবস্থা মুমূর্ষু বলে জানা গেছে ।।। তবে হত্যার উদ্দেশ্য না ডাকাতি এই ঘটনা নিয়ে এলাকার লোকজনের মনে উঠেছে নানা প্রশ্ন।।