প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে নৌ ভ্রমন ও  বন্ধু আড্ডা  অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটরের সিংড়ায় চলনবিল ফ্রেন্ডস্ সোসাইটির উদ্যোগে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে দিনব্যাপী নৌ ভ্রমন, আড্ডা ও আলোচনা সভার  মধ্য দিয়ে মিলন মেলা অনুষ্ঠিত  হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর)  সকাল ৮টায় সিংড়া বাজার বুড়া পীরতলা  ঘাট হতে একটি সুসজ্জিত ভ্রমনের নৌকা  সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং   দুপুরে সেখানে পৌছে যায়। এর পর জুম্বার নামায শেষে দুপুরের খাবার খেয়ে সেখানকার মিল্কভিটা কারখানা, তেল সারের ডিপু সহ বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরে ফিরে আবারও বাড়ির পথে রাত ৩ টায়  ফিরে আসা হয়।  নৌ ভ্রমণের মাঝে রাত ৮ টায়   চলনবিল ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে বন্ধু আড্ড ও  উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এসময়  মতামত ব্যক্ত করেন বন্ধু সেলিম মাস্টার, মজনু,রাজু আহম্মেদ, জুয়েল, রেজাউল করিম সৌরভ সোহরাব, সরফরাজ নেওয়াজ বাবু, হামিদ, ভুট্টু, এস,এম সেলিম হোসেন, আরিফ,তুহিন,মজনু,জুয়েল,হামিদ, তোহা,রুস্তম,নান্টু,মানিক মাষ্টার প্রমুখ। বক্তারা মতামত ব্যক্ত করে বলেন বন্ধুদের মধ্যে শুধু বন্ধু তৈরির জন্য যে যেখানেই অবস্থান করছে সেখান থেকেই সবার খোঁজ খবর রাখতে হবে এবং বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানোর প্রত্যায় ব্যক্ত  করেন।  আলোচনা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল বাশার নয়ন একদিনের এই  নৌ ভ্রমনের আয় ব্যয়ের হিসাব সবার সামনে প্রকাশ করেন  এবং আগামী দিনে  বন্ধুদের নিয়ে একসঙ্গে পথ চলার সফলতা কামনা সহ চলন বিল ফ্রেন্ডস সোসাইটি   সংগাঠনিক তৎপরতা বৃদ্ধির ব্যাপারে সকলকে সহযোগিতার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন