প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গলাচিপায়  সহকারী শিক্ষকদের মানববন্ধন

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ  ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’, ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা, এক দাবি নিয়ে গলাচিপায়  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শনিবার  (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করেন গলাচিপা উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা। মানববন্ধনে  সহকারী শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হবে, ততদিন আন্দোলন চলবে। ‘সহকারী শিক্ষক ঐক্য গড়ো, ন্যায্য দাবি আদায় করো’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- প্রাথমিকের সহকারী শিক্ষক বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মঈনুদ্দিন, রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমান,সুহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.খবির হোসেন,বড়মুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.ফরহাদ তালুকদার, দক্ষিন ছোটগাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.আহসান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  সহকারি শিক্ষক -শিক্ষিকা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন