প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে জলঢাকা ডালিয়া রোড ট্রাফিক মোড়ের ঢাকা হাজীগনি বিরিয়ানি হাউজ

মোঃ আল-আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ডালিয়া রোড ট্রাফিক মোড়ে অবস্থিত হাজীগনি বিরানী হাউজ দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে এই হাজীগনি বিরানী হাউজে বিভিন্ন সাধের খাবার পাওয়া যাচ্ছে দোকানটিতে খাসির কাচ্চি, শাহী মোরগ পোলাও,স্পেশাল খিচুড়ি, ডিম পোলাও, ডিম খিচুড়ি, বোরহানি সহ নানান জাতের নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে হোটেলটিতে। ঢুকে কোন কিছু খেলে মনে হয় স্বর্গের কোথাও বসে খাবার খাচ্ছি সেরকমটি বোঝা যায় দোকানটিতে। নামিধামি বাবস্তী দিয়ে রান্না করা হয় এই সাধের খাবার গুলো। এবং স্বল্পমূল্যে দিচ্ছেন এই খাবারগুলো দোকানের মালিক বিল্লাল হোসেন। দোকানের মালিক বলেন আমার আশা আমার দোকানে এসে কেউ যেন ফিরে না যায় এইজন্য ৬০ টাকা থেকে শুরু করে ১৬০ টাকার পর্যন্ত খাবারজাত করা আছে আমার দোকানে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমি যে পার্সেল সার্ভিস দিয়ে থাকি সেগুলো তো আমি অনেক কম মূল্য নিয়ে থাকি। আপনারাও যে কেউ আসতে পারেন যে কেউ অর্ডার দিতে পারেন আমার দোকানে। আমি ঠিক টাইমে ঠিক সময়ে আপনাদের বাসা বাড়িতে অনুষ্ঠানে খাবার পৌঁছে দিবো। আমার আশা দোকানের মালিক নই সেবক হয়ে থাকতে চাই আপনাদের পাশে,বেলাল হোসেন ডালিয়া রোড ঢাকা হাজীগণি বিরিয়ানি হাউজ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন