প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মাদারীপুর যুব একতা পরিষদের পক্ষ থেকে দুটি অসহায় পরিবারকে নগদ ৬০,০০০টাকা আর্থিক সহায়তা প্রধান

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুর যুব একতা পরিষদের পক্ষ থেকে দুটি অসহায় পরিবারকে নগদ ৬০.০০০/- টাকা আর্থিক সহায়তা প্রধান, করেন রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে একটি অসহায় হত দরিদ্র রিনা বেগমকে ঘর নির্মাণের জন্য নগদ ৪০.০০০/ হাজার টাকা আর্থিক সহায়তা, প্রদান করেন ও,হোসেনপুর ইউনিয়নে একটি অসহায় পঙ্গু রোগী, ঈমান শেখকে নগদ ২০.০০০/-হাজার টাকা প্রদান করেন,এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর যুব একতা পরিষদের উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, সভাপতি এইচ এম এনামুল বাঘা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান শামীম সাধারণ সম্পাদক মানবাধিকার মাদারীপুর জেলা শাখা, ও আহমদ লিংকন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার, এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর যুব একতা পরিষদের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম লাভলু, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন শেখ, সাধারণ সম্পাদক পারভেজ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ,তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুল মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক আকাশ মাতুব্বর, ক্রিয়া বিষয়ক সম্পাদক মুন্না মাতুব্বর, কার্যকারী সদস্য মিন্টু খান, কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম, কার্যকারী সদস্য বেলায়েত হোসেন, মোঃ সামাদ হোসেন মানবাধিকার রাজৈর উপজেলা শাখা প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন