আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার: ২০ সেপ্টেম্বর ২০২৪ ইং শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় নিহত শহীদ পরিবার ও আহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় গোড়াই ইউনিয়নের খামার পাড়া আনোয়ার পারভেজ শাহ আলমের নিজ অফিস কক্ষে। ৫ আগস্ট ছাত্রজনতার বিপ্লবে দ্বিতীয়বার স্বাধীন হয় বাংলাদেশ, এতে গত ০৪ আগস্ট ২০২৪ ইং গোড়াই হাইওয়ে থানা থেকে পুলিশের ছোরা গুলিতে আহত হয়ে, গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সন্তান, মোঃ ইমন । পরে ঢাকা মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় ১৮ আগস্ট ভোর ৫ ঘটিকায় ইন্তেকাল করেন ।তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য এগিয়ে আসেন গোড়াই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের দেওয়া অর্থ, মির্জাপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সম্পাদক, খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম এর মাধ্যমে নিহত ইমনের মা এবং ছোট ভাই সুজনের হাতে এবং একই দিনে পুলিশের গুলিতে আহত গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের সুজন ও তার বাবার হাতে অর্থ তোলে দেওয়া হয় । এসময় আরও উপস্থিত ছিলেন, মির্জাপুর উরজেলা শ্রমিকদলের যুগ্ন-সম্পাদক, আব্দুল আল মামুন, উপজেলা যুবদল নেতা, ইকবাল হোসাইল ( সুজন ), শাহীন, গোড়াই ইউনিয়ন শ্রমিকদলের সাধারন সম্পাদক, মামুন মিয়া, গোড়াই ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি, আরফান ভূইয়া, গোড়াই ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা, ফালু খান । শ্রমিকদল নেতা, ফারুক, রুবেল প্রমূখ ।