প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা দুর্নীতি,স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

 মোঃ নাজমুল মোরেলগঞ্জ(বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী শতাধিক কর্মচারী ও সেচ্ছাসেবকবৃন্দ।গতো বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।ভুক্তভোগী কর্মচারীবৃন্দ এবং করোনাকালীন সময়ে নিয়োজিত সেচ্ছেসবক সহ স্থানীয়রা এই মানববন্ধনে অংশ নেয়। এ সময়ের মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণকারীরা ডাঃ শর্মী রায়ের পদত্যাগ ও করোনাকালীন সময়ে তাদের নায্য প্রাপ্র্যতা ফিরিয়ে দিতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর দাবি জানান। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থানরত ভুক্তভোগী কর্মচারীবৃন্দ ছাড়াও মানববন্ধনে অংশগ্রহনকারী ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে অভিযোগ এনে হাতে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে অংশ নিতে দেখা যায় সাধারন পথচারীসহ রোগীর স্বজনদের । ভুক্তভোগী সেচ্ছাসেবকদের দাবি ডাঃ শর্মী রায়ের পদত্যাগ এবং তাকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে ব্যানারে তার ছবি এবং হাসপাতালের সরকারি ঔষধ গরীবদের না দিয়ে হাসপাতালে রেখে মেয়াদউত্তীর্ন করা,নৌ এম্বুলেন্স সংস্কার বাবদ অর্থ আত্মসাৎ সহ নানাবিধ বিষয়ে অভিযোগ এনে ডাঃ শর্মী রায়ের পদত্যাগ দাবি করেন মানববন্ধনকারীরা ।এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা বলেন, করোনাকালীন সময়ে সেচ্ছাসেবকদের তালিকা আমি পাই নি,আমি এখানে এসে যে তালিকা পেয়েছি সেটা দেখে টাকা বিতরণ করেছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন