প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

গুনীদের যথাযথ কদর করলেই তো গুনীজন সৃষ্টি হবে-গিয়াস কাদের চৌধুরী

মোহাম্মদ  আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধিঃ উপজেলার মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ‍্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন মোহাম্মদপুর স্কুল একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ‍্যাপীঠ। এই বিদ‍্যালয় থেকে অনেক গুনীজন সৃষ্টি হয়েছে, গুনীদের যথাযথ কদর করলেই তো গুনীজন সৃষ্টি হবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজকে আরও সুন্দর, সমৃদ্ধ এবং শিক্ষার মানোন্নয়নে পাশে থাকাবো ইনশাআল্লাহ।  ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, সদস্য সচিব ফিরোজ মেম্বার , রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক আবু জাফর চৌধুরী, উত্তর জেলার যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, গুন্নু মেম্বার, রাউজান থানার ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মন্নান মনি ,উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, রাউজান পৌরসভার ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক, উত্তর জেলার যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, মোহাম্মদ সোহেল, যুবনেতা শাহনেওয়াজ। বিদায়ী সংবর্ধিত শিক্ষকরা হলেন, অনিল কৃষ্ণ দাশ, কাজী মাওলানা আবদুস সালাম, নাজিমুল হোসাইন, আবদুল খালেক, ফিরোজ আহমেদ চৌধুরী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান, মাস্টার আবুল কালাম আজাদ, মাস্টার শাহ আলম, মাস্টার ফিরোজ, মোহাম্মদ রবিউল হোসেন, যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, সেকান্দর মিয়া হিরো, কাজী বাদশা, সৈয়দ মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ হাসান, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাইকেল, মোহাম্মদ রাসেল চৌধুরী, মোহাম্মদ রকি, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ  মোনাফ, যুবনেতা এমরান উদ্দিন, ছাত্রনেতা শুভ, মোহাম্মদ নাছির প্রমূখ। এছাড়াও এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন