প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি:

চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম। বৃহস্পতিবার সকালে ২নং ওয়ার্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. শাহাদাৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, পৌর অফিস সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সভাপতি মো জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে কোরআন থেকে শিক্ষা পেশ করেন হাফেজ জিয়াউল হক। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতি মাঈনউদ্দিন ঝন্টু, সহ-সভাপতি মাষ্টার কাজী জহির, যুব বিভাগের সভাপতি রুপক হোসেন মজুমদার, যুব উপদেষ্টা হীরন, কমলপুর গ্রাম সভাপতি শামসুল হক, শ্রমিক সভাপতি আলী আকবর প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন