প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি:

চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম। বৃহস্পতিবার সকালে ২নং ওয়ার্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. শাহাদাৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, পৌর অফিস সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সভাপতি মো জামাল উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে কোরআন থেকে শিক্ষা পেশ করেন হাফেজ জিয়াউল হক। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতি মাঈনউদ্দিন ঝন্টু, সহ-সভাপতি মাষ্টার কাজী জহির, যুব বিভাগের সভাপতি রুপক হোসেন মজুমদার, যুব উপদেষ্টা হীরন, কমলপুর গ্রাম সভাপতি শামসুল হক, শ্রমিক সভাপতি আলী আকবর প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন