প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের  চারা বিতরণ

সাঘাটা,গাইবান্ধা প্রতিনিধিঃ 
সাঘাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছেন।  জানা যায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রিন ভ্যালি পাবলিক স্কুলে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ১৩০ টি গাছের চারা বিতরণ করা হয়।  এ ছাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ মোট ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে  ৫৩০ টি গাছের চারা বিতরণ করেছেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সোয়াদ, জিহাদ, আব্দুল্লাহ আল মাজেদ, মুরাদ, শুভ, আবীর, অনিক, বাদশাহ,মারুফ, জিম, জাওয়াদ রহমান,  অপূর্ব, জামি, সিয়াম সহ আরো অনেকে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন