আনিসুর রহমান আনাস রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার ৮ নং মনোহরপুর ইউনিয়নের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্রদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াত আমির মোঃ- আসাদ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: জহুরুল হক। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গণমানুষের নেতা অধ্যক্ষ আবুল কাওসার মাওঃ মোঃ- নজরুল ইসলাম (লেবু) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুর রহমান, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রুম্মান ফেরদৌস। এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।