প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গলাচিপা উপজেলা সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ কর্মী দীপংকর

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা গ্রামের এক সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া দেশ প্রিয় পত্রিকা জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি, আমি শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, সারা দেশব্যাপি ছাত্র আন্দোলনের ঘটনার সংবাদ পত্রিকা ও ফেসবুকে প্রকাশিত করায় দৈনিক ঢাকা পত্রিকা রিপোর্টার সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া   গুরুতর আহত হয়ে পটুয়াখালী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে গলাচিপা থানায় সাংবাদিক তার বাবা বঙ্কিম চন্দ্র ভুঁইয়া বাদী হয়ে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-২৬,জিআর -৬৩৮। উপরোক্ত ঘটনার, ব্যক্তিগত অশোক বালা ননী বালা অভিজিৎ হাজারি তার নিজের লোকজন উজ্জ্বল সরকার গঠিত , অন্যতম রাজনৈতিক সহযোগী সদস্য যুবলীগ কর্মী ডাকুয়া ইউনিয়ন এ বিষয়ে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেন- গলাচিপা থানার এজাহারভুক্ত আসামী দীপংকর । তাহার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন