প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রুচিশীল ব্যক্তিদের আস্থার প্রতিষ্ঠান ব্লু ড্রিম এলিট ফ্যাশন হাউস

সাইফুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি :
ব্লু ড্রিম এলিট ফ্যাশন ভাঙ্গার রুচি সম্পন্ন এবং সুশীল সমাজের মানুষের যাতায়াতের কষ্টের কথা চিন্তা করে ভাঙ্গা বাজারে এই প্রথম ব্লু ড্রিম এলিট ফ্যাশন নামে একটি ব্র্যান্ডিং মার্কেট উদ্বোধন করেছেন প্রোপাইটার মোঃ রনি মোল্লা ও খালিদ ।এখানে উন্নত মানের কসমেটিক সামগ্রী পোশাক সামগ্রী এবং বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় আর নয় ঢাকা আর নয় ফরিদপুর এবার হাতের নাগালেই ভাঙ্গায় পেয়ে যাচ্ছেন উন্নত মানের মানসম্মত কসমেটিক পোশাক ইত্যাদি স্থান ভাগা বাজার থানা রোড হাজী আব্দুস সালাম কমপ্লেক্সের দ্বিতীয় তালায়

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন