মোঃ নাঈম সিরাজী বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
১৯ সেপ্টেম্বর (২০২৪ ইংঃ) রোজ বৃহস্পতিবার , সকাল ১১ ঘটিকায় সিরাজগঞ্জ সদর উপজেলা রামগতিতে ১৩ নং ওয়ার্ড আয়োজিত গণঅধিকার পরিষদের পরিচয় পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মোজাম্মেল হক বিশিষ্ট সমাজসেবক, ১৩ নং ওয়ার্ড রামগাতি, সিরাজগঞ্জ সদর উপজেলা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা মোঃ মোমিন ফয়সাল আহবায়ক, গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মাদ ইউসুফ আলী সদস্য সচিব, গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। এ সময় আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, রাহিম রুবেল। যুগ্ম সদস্য সচিব জিএম খান। যুব অধিকার পরিষদের মামুন সরকার, মইন খান, ছাত্র অধিকার পরিষদের হৃদয় খান ও ইমন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ছাত্র-যুবক শ্রমিক ও গণঅধিকার পরিষদ নেতা কর্মী ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম হয়। মতবিনিময় সভার পরিচালনার দায়িত্বে ছিলেন আল-আমিন। এ সময় প্রধান অতিথি জনাব মোঃ মোমিন ফয়সাল ১৩ নং ওয়ার্ড গণঅধিকার পরিষদ এর নেতাকর্মীদের সাথে পরিচয় শেষে বলেন একটা দেশকে উন্নত ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই জনমতের প্রতিফলন ঘটাতে হবে আর সেই জন্যই বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী ফ্যাসিস্ট আর কখনো যেন মাফিয়া তন্ত্র কায়েম করতে না পারে সেজন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।