প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে জাবালে নুর গার্লস মাদরাসার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

 মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির রামগড় পৌরসভার  সুনামধন্য প্রাইভেট  ক্যাডেট মাদ্রাসা জাবালে নুর গার্লস মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার (১৯ সেপ্টেম্বর)  সকালে  জাবালে নুর মাদ্রাসার সভাকক্ষে অধ্যক্ষ এটিএম আব্দুস সালাম নিজামীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আব্দুল হাই। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংস্থা পাহাড়িয়া সোসাইটির চেয়ারম্যান ও রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  সাংবাদিক মোশারফ হোসেন, পরিচালকদের পক্ষে বক্তব্য রাখেন মো: হারুনুর রশিদ প্রমূখ।উল্লেখ্য যে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে আবাসিক এলাকায় অবস্থিত, অত্যাধুনি  জাবালে নুর গার্লস মাদ্রাসাটিতে ১৪ জন সু-দক্ষ শিক্ষক ও  ১৫০ জন শিক্ষার্থী নিয়ে মনোরম পরিবেশে পাঠদান চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন