প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাট সদর থানায় লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ লগ্নে জয়পুরহাট সদর থানায় দুস্কৃতকারীদের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। থানায় রক্ষিত লুট হয়ে যাওয়া সরকারি ও পাবলিক অস্ত্র-গুলি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে জয়পুরহাট জেলা পুলিশ। জনগণকে উদ্বুদ্ধ করে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে জেলার সকল থানা এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এর নেতৃত্বে ডিআইও-১ মোঃ কাওসার আলী ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির তার থানার অফিসার-ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের নিকট পরিত্যাক্ত অবস্থায় কিছু অস্ত্র-গুলি উদ্ধার করে।   জয়পুরহাট ডিএসবি এস আই মোঃ মাহবুবুর রহমান, সেখানে উপস্থিত হয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ০১ টি ৭.৬২দ্ধ ২৫ মি.মি. পিস্তল- টি ৫৪ (চায়না) সহ ০৮ রাউন্ড ৭.৬২ মি.মি চায়না পিস্তলের গুলি, ২৯  রাউন্ড ৯ মি.মি পিস্তলের গুলি, ০১ টি ম্যাগাজিন ও ০১ টি অস্ত্রের কভার উদ্ধার করে। উক্ত অস্ত্র-গুলি জয়পুরহাট থানার এসআই এর মাধ্যমে জব্দ তালিকা মূলে জব্দ করে জয়পুরহাট সদর থানায় নিয়ে আসা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন