প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

এস এম সাফওয়াত রহমান (ইহান) বাবুর জন্মদিন

জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে হে আমার স্নেহের ভাতিজা। সেদিন তোমার নিষ্পাপ, মায়াবী চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছিলো আমি যেনো স্বর্গে আছি! তোমাকে কোলে নেওয়ার সীমাহীন ভালো লাগছিলো!! স্বর্গীয় সুখ বুঝি এমনি হয়। তখন অনেক অশ্রু ঝরছিল কিন্তু অবশ্যই তা শান্তি আর সুখের অশ্রু ছিলো। তুমি আমার অক্সিজেন, লক্ষী মানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার প্রানপ্রিয় স্নেহের ভাতিজা। অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও। মন দাও বর্তমানের দিকে। সাজাও সুন্দর সুন্দর পরিকল্পনা। সফলতা তোমার পদচুম্বন করুক। আনন্দের জোয়ার আসুক তোমার জীবনে।
শুভ জন্মদিন প্রিয় ।সুন্দর এই ধরণীর মাঝে জীবন হোক তোমার সৌন্দর্য্যময়। পূর্ণ হোক প্রতিটি আশা প্রতিটি প্রত্যাশা। জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করো নিজেকে। বেঁচে থাকো ধরার বুকে যুগের পর যুগ। জ্ঞানের আলো ছড়িয়ে দাও বিশ্বময়। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 💐 প্রিয় ভাতিজা।🌹

তোমার জন্য ফুটুক পৃথিবীর সব গোলাপ।
জন্মদিনের মতোই থাকো আজীবন নিষ্পাপ।
আলোকিত হও নিজে তুমি
করো আলোকিত ধরণী।
💐শুভ জন্মদিন সোনা মানিক💐

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন