
আজকে শ্রদ্ধা ভাজন বড় ভাই দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সহ-নির্বাহী সম্পাদক এর শুভ জন্ম দিন।
আজ তোমার জন্মদিন
এলো ফিরে খুশির দিন।
সর্বদা থাকে যেনো তোমার মন
এমনি আনন্দে রঙিন।
❦~হ্যাপি বার্থডে~❦”
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
পকেট আমার ফাঁকা
মোবাইলে নাই টাকা।
ফোন দিতে পারবো না
উপহার কিনতে পারবো না।
ফ্রি ওয়াইফাই চালিয়ে
শুভেচ্ছা দিলাম জানিয়ে।
🍃🌹শুভ জন্মদিন দোস্ত আমার।🌹🍃
ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা মানুষের মতো মানুষ হও। নিজেকে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাও। মহান আল্লাহ সদা তোমার সহায় হোন এই কামনায় তোমার প্রিয় বড় ভাইয়া। শুভ জন্মদিন আদরের ছোট্ট ভাই। 🎇🎆
জন্মদিনের শুভেচ্ছা কবিতা
আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন
ভালোবেসে জানাই তোমায়
❦~শুভ জন্মদিন~❦”