প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সাদাকালো

মোঃ কায়সার আলম

অস্তিত্বের মাঝে শান্তি যাহার
পুরিয়ে গেলে তাহা
জর্জরিত চিন্তন নিয়ে
জীবনের নিয়ম তাহা।

নহে সুখ, নহে শান্তি
নহে বেদনা,নহে ক্লান্তি,

ক্ষনস্থায়ী জীবনের মাঝে
জায়গা পাইয়াছে শুধু খানিকটি।

জীবন চলিবে নিয়মে তাহার,
থাকিবে সাদা কালো সংমিশ্রণ
সেই সাদা কালো জীবনের গহীনেও
খুঁজে নাও এক টুকরো শান্তির বর্ষণ

সুখী যদি থাকিতে চাও আজীবন
থাকিবেনা জীবনের মূল্যায়ন,
বেদনা আসিয়া বুঝিয়া যাইবে
সুখী থাকার জন্য কতই না ক্রন্দন

রহম খোদার আছে যতদিন
বেদনার মাঝেও শান্তি ততদিন,
সুখের মাঝেই জীবন চলিলে
বুঝিবেনা সুখের মর্ম কেনোদিন।

জীবন এক অনিয়মিত শান্তি
সাফল্য প্রকট চেষ্টায়,
শুধু দুনিয়ার শান্তি খুঁজিলে
হার পরবর্তী দুনিয়ায়।

জীবনের সঙ্গী ধৈর্য করিয়া
চলো পথ সাফল্যের প্রচেষ্টায়
চেষ্টায় আনিবে শান্তি তোমার
যদি ভাগ্য থাকে সহায়

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন