প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বিশেষ ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী

শিল্পী আক্তার রংপুর: মেট্টোপলিটন এলাকা ছাড়া অন্যান্য এলাকায় সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা চক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে৷ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষন-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি গ্রু,র সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে ফৌজদারের দন্ডবিধ ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকতাদের বিশেষ নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্ষন্ত তারা এ ক্ষমতা পাবেন। এতে আরোও বলা হয়েছে,ফৌজদারী দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪,৬৪,৮৩,৮৪,৯৫(২) ১০০,১০৫,১০৭,১০৯,১১০, ১২৬,১২৭,১২৮,১৩০,১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত ষপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকতারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্ববাধানে দায়িত্ব পালন করবেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন