প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবপুর উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল রহমানের বদলি জনিত কারণে বিদায়

মোঃ কামাল হোসেন , প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী:

নরসিংদীর শিবপুর উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুদুর রহমান নরসিংদীর শিবপুর উপজেলা থেকে বদলিজনিত কারণে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব মহোদয় এর নিকট থেকে বিদায় নিয়েছেন। সমাজসেবা অফিসার পরিচয়ে ছিলেন না তিনি একজন শিবপুর বাসির পারিবারিক ব্যাক্তি হিসেবে সকলের সাথে মিলেমিশে কাজ করেছেন। বিশেষ করে দৈনিক শতাধিক মানুষ কাগজপত্র নিয়ে আসতো সত্যায়িত করতে তিনি কখনো বিরক্ত বোধ করতেন না । সত্যায়িত করিতে গিয়ে মোঃ মাহমুদুর রহমান মহোদয় কে না পাইলে স্কুল ,কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও জনসাধারণের দুঃখের সীমা ছিল না । সত্যায়িত করতে অন্যান্য অফিসারদের কাছে গেলে বিরহের ভালোবাসা প্রদান করিতেন,যাহা শিবপুরবাসীর জন্য অমঙ্গলের লক্ষণ ছিল । মোঃ মাহমুদুর রহমান মহোদয় অফিস টাইমকে কখনো তিনি অবহেলা করেননি। অফিস ও জনসাধারণের সেবায় সর্বসময় নিয়োজিত ছিলেন তিনি। ওনার শূন্যতা পূরণ হবে কিনা সেই অপেক্ষায় শিবপুরবাসী। আপনার জন্য রইল দোয়া ও শুভ কামনা, যেখানেই থাকবেন, ভালো থাকবেন।শিবপুর বাসী আপনার প্রতি চির কৃতজ্ঞ ছিল এবং থাকবে ইনশাল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন