প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এ স্লোগান নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট শহর শাখার আয়োজনে সোমবার বিকেলে শহরের আরামনগর আব্বাস আলী খান মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের শহর শাখার সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন আইবিডাব্লিউএফ এর জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও বগুড়া অঞ্চলের সেক্রেটারী হাসিবুল আলম লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন আইবিডাব্লিউএফ এর শহর শাখার উপদেষ্টা মাও: আনোয়ার হোসেন।এছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট কাপর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু ,জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, ব্যবসায়ী শহিদুল ইসলাম পাটোয়ারী ও ইসমাইল হোসেন সহ অন্যান্য ব্যবসায়ীরা।এসময় ব্যবসায়ীদের থেকে বিগত সময় চাঁদাবাজি করা ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে ঐক্যবদ্ধ থাকা সহ কেন্দ্রীয় ঘোষিত ১৬-৩০ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত সাংগঠনিক সদস্য ফর্ম সংগ্রহ করার আহবান জনান ব্যবসায়ীরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন