প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহীতে আদিবাসী নারীকে গলা কেটে হত্যা

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :
রাজশাহীতে এক আদিবাসী নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার সকাল আটটার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন রায়পাড়া কবর স্থানের পাশে তার নিজ গৃহে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম শ্রী রানী (৫০)। তিনি ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রানী স্বামী মারা যাওয়ার পর থেকে সে এই বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশিরা জানান,শ্রী রানী এলাকাতে সাধারণভাবে বসবাস করতো। তার সাথে তেমন কারো ব্যক্তিগত শত্রুতা ছিলো না। সকাল সাতটায় কয়েকজন প্রতিবেশি তার বাড়িতে দেখা করতে গেলে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখা যায় রানীকে। পরে পুলিশে খবর দিলে মরাদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ঘটনাস্থল এরই মধ্যে পুলিশ কমিশনার পরিদর্শন করে গিয়েছেন। আমারা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছি । এ ঘটনার সাথে যারই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন