প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে শিশু ও গো খাদ্য বিতরণ 

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসন খাগড়াছড়ি হতে প্রাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে জিআর হিসেবে প্রাপ্ত অর্থ হতে রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে  মানবিক সহায়তা হিসেবে বিনামুল্যে উন্নতমানের শিশু ও গো খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে পাঁচশত ৫৫ জন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে  শিশু ও গো খাদ্য বিতরণ করা হয়।                               উল্লেখ্য যে, প্রতি প্যাকেট শিশু খাদ্যে চাল ২ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, মসুরি ডাল ১ কেজি, সুজি ১ কেজি,  চিনি ১ কেজি, বিস্কুট  ১ প্যাকেট ও গো খাদ্যে ১০কেজি ক্যাটেল ফিড রয়েছে।      খাদ্য বিতরণে সার্বিক সহযোগীতা করেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট ও ছাত্র জনতা।                              এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দীন সহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন