প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার সকালে থানায় নিজ কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাণীনগর থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন তারিকুল ইসলাম। মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত রাণীনগর থানার ওসি তারিকুল ইসলাম উপজেলার সার্বিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন