প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

এলেঙ্গাতে অবৈধ বেকারীতে চলছে শিশু শ্রম

শুভ সাহা,নিজস্ব প্রতিনিধি: 
ঐতিহ্যবাহী টাঙ্গাইলের অন্তর্ভুক্ত কালিহাতী উপজেলার আওতাধীন এলেঙ্গা পৌরসভার অন্তর্ভুক্ত ০৭নং ওয়ার্ডের চেচুয়া(পূর্ব পাড়া)দীর্ঘ দিন যাবৎ গড়ে উঠেছে নাম ঠিকানা বিহীন একটি বিস্কুট ফ্যাক্টরী।সরজমিনে ঘুরে জানাগেছে,সম্পূর্ণ অবৈধভাবে সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে ভ্যাট,ট্যাক্স,ট্রেড লাইসেন্স,বিএসটিআই সহ নাম ঠিকানা ছাড়া অনুমোদন বিহীন বিস্কুট ফ্যাক্টরীটি পরিচালনা করে আসছেন মো:আমিনুর ইসলাম।এছাড়াও দীর্ঘ দিন যাবৎ অপ্রাপ্তবয়স্ক কিশোররা শ্রম বিনিময় করে থাকে বলে সুনির্দিষ্টভাবে দেখা যায়।এ ব্যাপারে এলাকাবাসী জানান,অবৈধ এ বেকারীটি বন্ধ করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু অদৃশ্য প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা টিকে আছে।উল্লেখ্য,এ বিষয়টি নিয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো:শাহাদাৎ হুসেইন সাংবাদিকদের বলেন,এ ঘটনাটি জানতে পেরে,প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন