প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

গলাচিপায় ফারিয়ার সভাপতি জাহিদ সম্পাদক রুবেল

 মো.মাজহারুল ইসলাম মলি,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি:
  পটুয়াখালীর গলাচিপায় কর্মরত ঔষধ কোম্পানির প্রতি‌নি‌ধি‌দের নিয়ে গঠিত ফারিয়ার (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন) নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সিকদার ডায়াগনস্টিক সেন্টারের হল রুমে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। উপ‌স্থিত সদস্যদের প্রত্যক্ষ আন্ত‌রিক সমর্থনে মো.জাহিদুল ইসলাম অভি (নিপ্রো জেএমআই ফার্মা) সভাপতি,মো.রুবেল হোসেন (বিকন ফার্মা) সাধারণ সম্পাদক,মো.নাইমুর রহমান মিরাজ (পপুলার ফার্মা) সাংগঠনিক সম্পাদক ও মো.শাহজালাল (ইবনেসিনা) কোষাধ্যক্ষ  করে এ কমিটি গঠন করা হয়ে‌ছে। বর্তমান সভাপ‌তি মো.জাহিদুল ইসলাম অভি উপ‌স্থিত সকল সদ‌স‌্যদের উ‌দ্দে‌শ্যে ব‌লেন কোন ধর‌নের অ‌বৈধ পন্থা অবলম্ভন ক‌রে গলাচিপায় চাক‌রি করা যা‌বে না, নি‌র্দিষ্ট সম‌য়ের ম‌ধ্যে ডাক্তার‌দের ভি‌জিট দি‌য়ে স‌রে যে‌তে হ‌বে, রুগীর কাছ থে‌কে প্রেস‌ক্রিপশন নি‌য়ে ছ‌বি তোলা যা‌বে না৷ সর্বোপ‌রি যে সকল কা‌জে রুগী বিরক্ত বোধ ক‌রে সে ধর‌নের কোন কার্যকলাপ কা‌রো দ্বারা সৃ‌ষ্টি হ‌লে সে কোম্পানী এবং প্রতি‌নি‌ধি গলাচিপা থে‌কে বিতা‌রিত করা হ‌বে ব‌লে জোরা‌লো হু‌শিয়া‌রি দেন বর্তমান সভাপতি। তি‌নি আরও ব‌লেন, অ‌চি‌রেই সকলের প্রত‌্যক্ষ উপ‌স্থি‌তি‌তে পূর্নাঙ্গ ক‌মি‌টি গঠন করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর সভাপতি আবু বকর শিবলী ও  সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান নান্টু প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন