প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

তালায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকাবাসির মানববন্ধন

জহর হাসান সাগর :  বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের ফলে গত ৪ দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালায়  বিরামহীন মুসলধারে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ থেকে মুক্তি পেতে রুপালী মৎস্যজিবী সমবায় সমিতির ব্যানারে মানব বন্ধন করেছেন এলাকাবাসি। সালতা নদীর সংযোগ খাসখাল চারিভাঙ্গা ও কোলাসবিল সুইচগেট উন্মুক্ত করে হাজার হাজার মানুষের জলাবদ্ধ নিরাসনের দাবিতে মানববন্ধন করেন সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়নের জেলায়া নলতা গ্রামের ঘাটের হাটখোলা বাজারে শত শত নারী পুরুষ এ মানব বন্ধনে অংশগ্রহণ করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোয়ার্দ্দার ফারুর হোসেন, স্থানীয় মসজিদের ইমাম মাও: জামিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মহফুজা বেগম, শিরিনা বেগম প্রমুখ। এসময় বক্তরা বলেন, ১৬ নং পোল্ডারের আওতাধীন শালতা নদী খনন, সকল সংযোগ খাসখাল উন্মুক্ত ও খননের দাবি জানান। তার বলেন, শালতা নদীর সাথে সংযোগ খালগুলো অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করার কারণে বিগত ৪ দিনের প্রবল বৃষ্টিতে পুরো গ্রামটি পানিতে তলিয়ে গেছে। হাজারের অধিক পরিবার পানি বন্ধি জীবনযাপন করছেন। কাহারো রান্না বান্না করার সুযোগ নেই। অধিকাংশ কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে। তারা এখন রাস্তার উপর দিনাতিপাত করছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন