প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

দেবহাটায় বজ্রপাতে আবুল কাশেম নামে একজনের মৃত্যু

 মোঃ আবু রায়হান , সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটা মৎস্য ঘেরে যাওয়ার পথে আবুল কাশেম (৪০) নামের একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে, মৃত আবুল কাশেন উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে, তিনি ১৬ই সেপ্টেম্বর রোজ সোমবার দুপুর প্রায় ২ টার দিকে বাড়ি থেকে মৎস ঘেরে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে মোঃ রমজান আলী বলেন আমি খালে মাছ ধরছিলাম, সে দ্রুত আমার পাশ কাটিয়ে তার ঘেরের দিকে প্রায় ঘেরের কাছাকাছি পৌছালে হঠাৎ বজ্রপাত হয়, আমার থেকে একটু দূরে থাকার কারণে ভালো বুঝতে পারেনি তবে ওখান থেকে ধোয়া মতো উড়তে দেখি সেই সময় আশে পাশের লোকজন কে বলি, লোকজন গিয়ে তার বাড়িতে খবর দেই বাড়ির লোক ঘেরে গিয়ে দেখে তার নিথর দেহ পড়ে আছে ঘেরের ভেড়িতে, তার জীবন দশায় একটি ছেলে ও একটি মেয়ে রেখে তিনি মৃত্যু বরণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন