প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় ৪০০ পিস ইয়ারা ট্যাবলেট সহ মাহাবুব ও সম্রাট নামে দুইজন আটক

উজ্জ্বল কুমার সরকার ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে সারে ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’জন কে আটক করেছে। শনিবার রাত সারে ৯টারদিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত দু’জন হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ছোটখাটামারী এলাকার হানিফ আলীর ছেলে মাহাবুব রহমান (৩৩) ও নওগাঁ জেলা সদর উপজেলার কৃত্তিপুর এলাকার বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)। নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ হাশমত আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন, গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মামনুর রশিদ ও এসআই আলী আকবর হাসান সঙ্গীয় ফোর্স সহ। রবিবার ১৫ সেপ্টেম্বর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী। তিনি বলেন, নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া এলাকায় মাদকের একটি চালান এসে হাত বদল হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান ও সম্রাট হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। নওগাঁ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন