
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার (গোবিন্দগঞ্জ) উপজেলার পৌরসভার থানা খলসি গ্রামের মৃত্যু সিরাজুল ইসলামের পুত্র তারাজুল ইসলামের দিবাগত রাত ৩ টা থেকে ৪ টার মধ্যে ৩ টি গরু চুরি হয়। এক পর্যায়ে ভোরে গরু মালিক তারাজুল ইসলাম পায়ের ছাপ দেখতে দেখতে গুমনিগঞ্জ ইউনিয়নের অনন্তপুর সরকারপাড়া গ্রামের মোঃ দুখা মিয়ার পুত্র গরু চুরির মূল হোতা মোঃ জাফু মিয়ার বাড়িতে গিয়ে দেখে তারাজুলের ৩ টি সহ মোট ৫ টি গরু, বিষয়টি হৈ চৈ হলে সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের মৃত সাখাওয়াতের হোসেনের পুত্র মোঃ মোস্তফা মাস্টারের খোয়া যাওয়া ২ টি গরু জাফু মিয়ার বাড়িতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চোর জাফু মিয়া পলাতক।।