প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কুমিল্লা’য় শতাধিক পরিবারের মাঝে টিন নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী

শাহাদাত কামাল শাকিল,কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লার বুড়িচংয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রবিবার সকাল ১১ টায় বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন দরগা বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন কৃষকের মাঝে বি আর ২২, কাটারিভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়।একজনকে ৩০ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার জন্য ধানের চারা বিতরণ করা হয়। এছাড়াও তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।পরবর্তীতে ইছাপুর ও বুড়িচং উপজেলা পরিষদ মাঠে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে টিনসহ নগদ অর্থ বিতরণ করা হয়। বন্যার্ত এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের  মাঝে ধানের চারা ও ঘর নির্মাণের জন্য টিন সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন