প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে ৬শ জন নারী-পুরুষকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী প্রদান

 মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী : রাউজান চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে পৌরসভার ৭নং ওয়ার্ডের ৬শ জন নারী-পুরুষের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী প্রদান করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত খাদ‍্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। ৭নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম। অতিথি ছিলেন যুবদল নেতা তৈয়ব সুলতান, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মাসুদ, হাফিজুর রহমান, মোহাম্মদ জনি, মোহাম্মদ বেলাল, রিপন, রাসেল, রেজওয়ান, শফি, ইব্রাহিম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন