প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

একজন প্রেমীক এর আবেগী কথা

শ্রী সাগর চন্দ্র মন্ডল: কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানো হলেও যেমন তার গ’ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান ,বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায়!
কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন। কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানন দেয় আকাশ, বাতাস সব কিছুকে। কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতো সব্বাইকে জানান দিয়েই ভালোবাসুন।কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন! কাঁ’টার ভ’য়ের বাঁ’ধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাঁ’ধা বি’প’ত্তির শি’ক’ল ভে’ঙে নিজের আপন করে নিন। হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক!

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন