প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

জলঢাকা প্রেসক্লাব এর পুনর্গঠন মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আল-আমিন ইসলাম,বার্তা সম্পাদক: নীলফামারী জেলায় জলঢাকা প্রেসক্লাব পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি,আর সারোয়ার উপজেলা নিবার্হী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সেক্রেটারি রংপুর মহানগর জামায়াতে ইসলামী, নজরুল ইসলাম মজুমদার অফিসার ইনচার্জ জলঢাকা থানা, প্রভাষক ছাদের হোসেন প্রচার সেক্রেটারি জামায়াতে ইসলামী নীলফামারী, মোখলেছুর রহমান আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা, ময়নুল ইসলাম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, অধ্যাপক সেলিমুর রহমান প্রধান উপদেষ্টা জলঢাকা প্রেসক্লাব, আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু) সাবেক সহ সভাপতি নীলফামারী জেলা বিএনপি। এবং সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব কামারুজ্জামান সভাপতি জলঢাকা প্রেসক্লাব, সঞ্চালনায় শাহাজান কবির (লেলিন) সাধারণ সম্পাদক জলঢাকা প্রেসক্লাব, এবং আরো উপস্থিত ছিলেন মোহাইমেনুর-(সানা) আহ্বায়ক গন অধিকার পরিষদ উপজেলা শাখা,হামিমুর রহমান হামিম উপদেষ্টা উপজেলা প্রেসক্লাব, সমন্বয়কসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন অপসংবাদিকের বিরুদ্ধেও বলা হয় এবং সত্য ন্যায়-নিষ্ঠা এবং তথ্য প্রমান হাতে নিয়ে আপনারা নিউজ করবেন। যাতে করে আমাদের নিউজে কোন অসহায় দরিদ্র মানুষ যেন কোন ভদ্র মানুষ, যে কেউ হোক ক্ষতির মুখে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এবং আমাদের লেখনীতে দেশ এবং জাতির ও মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এই বলে সবার সমাপ্ত ঘোষণা করেন বিশেষ অতিথি অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফী সেক্রেটারি রংপুর মহানগর বাংলাদেশ জামাতে ইসলামী। আরো উপস্থিত ছিলেন তাজমুল হাছান (সাগর) জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী, আল-আমিন ইসলাম সাধারণ সম্পাদক আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটি। ও বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন