প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাদিয়া খালি এজেন্ট আউটলেট কর্তৃক আয়োজিত এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন: আজ ১৫/০৯/২০২৪ ইং তারিখে দুপুর ১২ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাদিয়া খালি এজেন্ট আউটলেট কর্তৃক আয়োজিত এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন অত্র আউটলেটেড ইনচার্জ জনাব জসিউর সামী সোয়েব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জনাব মোঃ রাশেদুল করিম এস এ ভিপি ও শাখা প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাইবান্ধা শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ হায়দার আলী সিনিয়র অফিসার। গ্রাহকদের মাঝে মতামত প্রকাশ করেন জনাব মোঃ মোজাফফর আহমেদ, জনাব মোঃ আলতাফ হোসেন, জনাব মোঃ মিজানুর রহমান, জনাবা শাহানা বেগম, জনাবা আনিকা তাবাসসুম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় মোঃ শাহ রনজু।এজেন্ট ব্যাংকিং ডেভলপমেন্ট অফিসার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র আউটলেটের সত্বাধিকারী জনাব মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল। পরিশেষে ইসলামী ব্যাংকের উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন