প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্র ও যুব বিভাগের কমিটি গঠন

 মোঃ উজ্জ্বল সরকার,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পৌরসভার পশ্চিম গোয়ালপাড়া, কালুগাড়ী জগরজানী, ৭ নং ওয়ার্ড যুব জামায়াতে কমিটি গঠন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সকালে কালুগাড়ী জামে মসজিদে আলোচনা সভা শেষে উপস্থিত সভার সম্মতিক্রমে সাগর আহমেদ কে সভাপতি এবং রিপন সরকার কে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও কমিটিতে সহ-সভাপতি ওয়াসিম মিয়া, সহ-সেক্রেটারি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া, অফিস সম্পাদক রনি মিয়া, বায়তুলমাল সম্পাদক আপেল মাহমুদ ধর্মীয় সম্পাদক রাশিদুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক সুরুজ হক, প্রচার সম্পাদক আশিক, ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া, উল্লেখ্য, নতুন কমিটিতে যারা রয়েছেন সবাইকে আন্তরিক ভাবে বাংলাদেশ জামায়াতি ইসলামীর আর্দশে দায়িত্ব পালন, ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন