প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাইকগাছায় বৃষ্টির পানিতে প্লাবিত আবাসনের ঘরবাড়ি

বি.সরকার,খুলনা জেলা প্রতিনিধি: পাইকগাছায় বৃষ্টির পানিতে প্লাবিত আবাসনের ঘরবাড়ি, চরম ভোগান্তিতে বসবাসকারীরা। উপজেলার চাঁদখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঁটাখালি আবাসনটি বিরমহীন বৃষ্টির পানিতে প্লাবিত! এদিকে আবাসনের পাশের কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ভেসে যাচ্ছে আবাসনের ঘর গুলো! এছাড়া চলাচলের রাস্তায় অথৈ পানি। আবাসনের বসবাসকারীদের দাবি দ্রুত একটি চলাচল উপযোগী রাস্তা নির্মাণের। বর্তমানে ভগ্ন মাটির রাস্তা থাকলেও এমূহূর্তে চলাচলের জন্য মাটির তৈরি ভগ্ন রাস্তাটি পাকা করার দাবি স্থানীয় এলাকাবাসীর।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন