প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকারীদের প্রতিযোগিতা

শুভ সাহা,নির্বাহী সম্পাদক: টাঙ্গাইল জেলার পৌর শহরের অন্তর্ভুক্ত আইনজীবী সমিতির ভবন সংলগ্ন ডিষ্ট্রিক খ্যাতনামা লেকে শুক্রবার,১৪ই সেপ্টেম্বর,এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানটি টাঙ্গাইল জেলা সৌখিন মৎস্য শিকারী সমিতির আয়োজনে সুসম্পন্ন হয়।এতে দেশের উল্লেখযোগ্য বিভিন্ন জেলা হতে আগত সৌখিন মৎস্য শিকারীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।সারা দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেনজেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।ওই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী ও টাঙ্গাইল জেলা সৌখিন মৎস্য শিকারী সমিতির সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক,১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে যোগদান করেন বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন